খুলনায় মেয়র হলেন মনি

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে ৬০ হাজার ভোটের ব্যবধানে ১৮ দলীয় জোটের বিজয়ী হয়েছেন সমর্থিত প্রার্থী মনিরুজ্জামান মনি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 June 2013, 08:06 AM
Updated : 15 June 2013, 04:20 PM

শনিবার রাত পৌনে ২টায় নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোস্তফা ফারুক বেসরকারিভাবে মনিকে বিজয়ী ঘোষণা করেন।

মোস্তফা ফারুক জানান, ২৮৮টি কেন্দ্রের মধ্যে সবকটির ফলাফলে মনি আনারস প্রতীকে পেয়েছেনে এক লাখ ৮০ হাজার ৯৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মহানগর আওয়ামী লীগের সভাপতি বিদায়ী মেয়র তালুকদার আব্দুল খালেক তালা প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ১৯ হাজার ৪২২ ভোট।

নগরীর সরকারি জিলা স্কুলে অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে এ ফলাফল জানানো হয়।

ফলাফল ঘোষণার পর পরই নগরীর বিভিন্ন স্থানের মনির সমর্থকরা উল্লাসে ফেটে পড়েন। বিগত সিটি কর্পোরেশন নির্বাচনে মনি খালেকের কাছে ২০ হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছিলেন।

জয়ের পরপরই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক প্রতিক্রিয়ায় মনি বলেন, তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি যে আন্দোলন করছে, তাতে জনগণের সমর্থনের প্রকাশ ঘটেছে এই ভোটের ফলাফলে।

এদিন বরিশাল, সিলেট ও রাজশাহী সিটি কর্পোরেশনের ভোটেও বিএনপি সমর্থিত প্রার্থীরা বিজয়ী হন।

জনগণ চার সিটি কর্পোরেশনে ভোটের মাধ্যমে ‘নিরব বিপ্লব’ ঘটিয়েছে মন্তব্য করে নেতা-কর্মী-সমর্থকদের ‘ধৈর্য্য ধরার’ আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার যে চারটি সিটি কর্পোরেশনে নির্বাচন হয় তার মধ্যে সবচেয়ে বেশি ভোটার ছিল খুলনায়। মোট ৪ লাখ ৪০ হাজার ৫৬৬ জন ভোটারের মধ্যে নারী ২ লাখ ১৬ হাজার ৬২ এবং পুরুষ ২ লাখ ২৪ হাজার ৫০৪ জন।

এর মধ্যে  ৩১টি ওয়ার্ডে মোট ৩ লাখ ২ হাজার ৫১৯টি ভোট পড়েছে। অর্থাৎ ভোট পড়েছে ৬৮ দশমিক ৭০ শতাংশ।

রাতে র‌্যাবের একটি গাড়িতে বিএনপিকর্মীদের হামলা ছাড়া নির্বাচনপরবর্তী আর কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি খুলনায়।

১৯৮৪ সালের ১০ ডিসেম্বর প্রতিষ্ঠা হয় খুলনা সিটি কর্পোরেশন। এ সিটি কর্পোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের পাঁচটি কেন্দ্রে ২১টি ভোটকক্ষে এবার ইভিএমে ভোট হয়।