নিউ ইয়র্কে বাংলা উৎসবে নির্মলেন্দু গুণকে সম্মাননা

নিউ ইয়র্কে বাংলা উৎসবে সম্মাননা জানানো হয়েছে কবি নির্মলেন্দু গুণকে।

নিউ ইয়র্ক প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2013, 10:59 PM
Updated : 27 May 2013, 11:59 PM

যুক্তরাষ্ট্রে বাঙালিদের বৃহত্তম এই উৎসবের শেষ দিন সোমবার এই সম্মাননা নেন তিনি।

নির্মলেন্দু গুণ বলেন, “দেশের মাটিতে অনেক সম্মান পেয়েছি। তবে এবারের এ প্রাপ্তির গুরুত্ব অনেক বেশি। কারণ, আটলান্টিকের এ পাড়েও বাঙালি সংস্কৃতি লালন ও বিকাশের আরেকটি ক্ষেত্র তৈরি হয়েছে এবং যা বাঙালির হাজার বছরের ঐতিহ্যকে আরো মহিমান্বিত করছে।”

কবি নির্মলেন্দু গুণকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রবাসের লেখক হাসান ফেরদৌস। লেখক-সাংবাদিক আনিসুল হকও অনুষ্ঠানে ছিলেন।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত তিন দিনের এই উৎসবের সমাপ্তি ঘটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনার মধ্য দিয়ে।

প্রতিবছরই নিউ ইয়র্কে বাংলা উৎসবের আয়োজন হয়, এই উৎসবের সঙ্গে চলে বই মেলাও। এবার ছিলো ২২তম আয়োজন।