কানাডা থেকে ফিরেছেন দুদক কর্মকর্তা

পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির অভিযোগ তদন্তে কানাডায় যাওয়া দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা মির্জা জাহিদুল হক ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 May 2013, 10:28 AM
Updated : 27 May 2013, 10:28 AM

কমিশনের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

ভোররাতে দেশে ফেরা জাহিদুল হক সোমবার অফিস করেননি।

জাহিদুল হক ফিরলেও কমিশনের প্রধান আইনজীবী আনিসুল হক এখনো কানাডায় রয়েছেন বলে প্রণব ভট্টাচার্য্য জানিয়েছেন।

কানাডা সফরের ফলাফল কী- জানতে চাইলে তিনি বলেন, “তা কমিশন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে।”

পদ্মা প্রকল্পে কাজ পাইয়ে দিতে বাংলাদেশি কর্মকর্তাদের ঘুষ সাধার অভিযোগ উঠেছে কানাডার কোম্পানি এসএনসি লাভালিনের কর্মকর্তাদের বিরুদ্ধে।

এই অভিযোগে কানাডার আদালতে লাভালিনের কয়েকজন কর্মকর্তার বিচারও চলছে।  

কানাডার আদালতে এসএনসি লাভালিনের বিচার পর্যবেক্ষণ, দুদকের মামলার তিন আসামি কেভিন ওয়ালেস, মো. ইসমাইল ও রমেশ শাহকে জিজ্ঞাসাবাদ এবং রমেশের কথিত সেই ডায়েরির একটি কপি সংগ্রহের উদ্দেশ্যে গত ১৯ মে ওই দেশে যান আনিসুল হক ও জাহিদুল।