সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণে প্রযুক্তি বসাচ্ছে সরকার

বাংলাদেশে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোয় যাতে আপত্তিকর বিষয়গুলো দেখা না যায় তা নিশ্চিতে বিশেষ প্রযুক্তি ব্যবহার করবে সরকার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 May 2013, 03:01 AM
Updated : 19 May 2013, 07:02 AM
রোববার তথ্য মন্ত্রনালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দাবি করেন, এ প্রযুক্তি চালুর পর ফেইসবুকের আপত্তিকর বিষয় বাদ দেয়া সহজ হবে। ফলে এ ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করার প্রয়োজন হবে না।

রামুকাণ্ডে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি সম্প্রতি আদালতে দেয়া তাদের প্রতিবেদনে ফেইসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের ওয়েবসাইটের উপর নিয়ন্ত্রণ চালানোর সুপারিশ করে। এর পরই এ সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন তথ্যমন্ত্রী।

এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী জানান, আগামী দুই মাসের মধ্যে আপত্তিকর বিষয়গুলো আটকানোর প্রযুক্তিগত কাজ শুরু হওয়ার পর বাংলাদেশে বন্ধ রাখা ইউটিউব খুলে দেয়া হবে।

ইসলাম ও হযরত মোহাম্মদকে (স.) অবমাননা করে নির্মিত একটি চলচ্চিত্রের ভিডিও ফুটেজ সরিয়ে নিতে চিঠি দেয়ার পরও কোনো ব্যবস্থা না নেয়ায় ১৭ সেপ্টেম্বর বাংলাদেশে ইউটিউবে প্রবেশ সাময়িকভাবে বন্ধ করে দেয় বিটিআরসি।