বেলকুচিতে মন্দির, বাড়িঘরে ভাংচুর

সিরাজগঞ্জের বেলকুচিত উপজেলার নাগগাতি গ্রামে সংঘর্ষের জেরে মন্দির ও বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 May 2013, 04:53 AM
Updated : 6 May 2013, 04:53 AM

সোমবার সকাল ১১টার দিকে এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

পরে পুলিশ গিয়ে রাবার বুলেট ও টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বেলকুচি থানার উপ-পরিদর্শক রেজাউল করিম বলেন, পূর্বশত্রুতার জেরে রোববার উপজেলার তামাই ও নাগগাতী গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় কয়েকটি বসতঘরে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এরই জেরে সোমবার সকালে তামাই গ্রামের কয়েকহাজার হাজার লোকজন দেশি অস্ত্রে সজ্জিত হয়ে নাগঁগাতি গ্রামে হামলা চালায়।

এ সময় তারা আব্দুল হামিদ মোল্লা ও ওয়ারেছ আলী প্রামানিকের বসতঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এছাড়া আরো ২০টি বাড়ি ভাংচুর করে।

এরপর তারা গ্রামের উত্তম বিশ্বাসের বাড়ির মন্দিরের দুইটি প্রতিমা ভাংচুর করে। তারা তামাই বাজারের বিশ্বাস মেডিক্যাল হলে লুটপাটও করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, পরে পুলিশ গিয়ে ১২ রাউন্ড রাবার বুলেট ও ২ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।