সাভারে নয়তলা ভবন ধসে শতাধিক প্রাণহানির ঘটনায় দুটি মামলা হয়েছ। এর একটি করেছে পুলিশ এবং অন্যটি রাজউক।
Published : 24 Apr 2013, 07:10 PM
বুধবার রাতে পুলিশ ও রাজউকের পক্ষ থেকে ভবনের মালিক ও সেখানে থাকা পোশাক কারখানার মালিকদের আসামি করে মামলা দুটি হয় বলে সাভার মডেল থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন।
বুধবার সকালে রানা প্লাজা নামে ওই ভবনটি ধসে পড়ে, যাতে পাঁচটি তৈরি পোশাক কারখানা ছিল, সেই সঙ্গে ছিল বিপণি বিতানও।
মঙ্গলবার ওই ভবনে ফাটল দেখা দিলে পুলিশ তা বন্ধ রাখতে বলেছিল। কিন্তু তা না মেনেই সকালে কাজ শুরু হয় ওই পোশাক কারখানাগুলোয়। শ্রমিকদের অভিযোগ, ভবনে ঢুকতে তাদের বাধ্য করা হয়।
ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাজউকের কর্মকর্তা হেলাল উদ্দিন বাদী হয়ে ভবনটির অবকাঠামো নির্মাণে ত্রুটি ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে একটি মামলা করেছেন।
বহুলোক হতাহতের ঘটনা উল্লেখ করে এজন্য ভবন মালিক ও কারখানা মালিকদের বিরুদ্ধে অন্য মামলাটি করেন সাভার মডেল থানার উপপরিদর্শক ওয়ালী আশরাফ।
ওই ভবনের মালিক সোহেল রানা সাভার পৌর যুবলীগের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। ভবনটি অনুমোদিত ছিল না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দুপুরে বলেন, ধস এবং হতাহতের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
দুটি মামলায় ভবনের মালিক সোহেল রানা, তার বাবা আব্দুল খালেক এবং তৈরি পোশাক কারখানার তিনজন মালিকসহ অজ্ঞাত ৬/৭ জনকে আসামি করা হয়েছে।