সাভারে ভবন ধস তদন্তে কমিটি

সাভারের ভবন ধসের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যর তদন্ত কমিটি গঠন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2013, 10:10 AM
Updated : 24 April 2013, 10:10 AM

গঠিত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা এস এম আরিফুজ্জামান।

বুধবার সকালে সাভারে নয় তলা ভবনটি ধসে পড়লে অন্তত একশ জন নিহত হন। ভেতরেও আটকা আছেন অনেকে।

যুবলীগের স্থানীয় নেতা সোহেল রানার মালিকানাধীন ওই ভবনে মঙ্গলবার ফাটল দেখা দিয়েছিল। এরপরও ভবনে কাজ চলছিল চারটি পোশাক কারখানায়।

স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর দুর্ঘটনাস্থলে সাংবাদিকদের  বলেছেন, ভবনটি অননুমোদিত ছিল।

শ্রম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আরিফুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তদন্ত কমিটি ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করা, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং হতাহতের সংখ্যা নিরূপন করবে।

তদন্ত কমিটির প্রধান করা হয়েছে শ্রম পরিচালক আবু সাইদ মো. খুরশীদকে। মন্ত্রণালয়ের উপসচিব পদমযাদার একজন কর্মকর্তা, প্রধান কলকারখানা পরিদর্শক, শ্রমিক প্রতিনিধি ও বিজিএমইএ-এর একজন প্রতিনিধিকে এই কমিটিতে থাকছেন।