বৃহস্পতিবার জাতীয় শোক

সাভারে ভবন ধসে হতাহতের ঘটনায় বৃহস্পতিবার জাতীয় শোক ঘোষণা করেছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2013, 05:17 AM
Updated : 24 April 2013, 01:14 PM
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে এ ঘোষণা দেন। 

তিনি বলেন, জাতীয় শোক পালন করা হলেও ছুটি ঘোষণা করা হয়নি। অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।  

মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসাইন ভূঁইঞা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৃহস্পতিবার সব সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনার ব্যবস্থা করা হবে।” 

সাভার বাসস্ট্যান্ড এলাকার নয় তলা ‘রানা প্লাজায়’ মঙ্গলবার ফাটল ধরার পর বুধবার ভবনটি ধসে পড়ে।

ধ্বংস্তূপের নিচ থেকে বুধবার রাত পর্যন্ত ১২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। ভবনের ভেতরে আটকে আছেন অনেকে।

আহত অবস্থায় স্থানীয় বিভিন্ন হাসপাতলে ভর্তি করা হয়েছে কয়েকশ লোককে।

ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় ইলেকট্রনিক্স, কম্পিউটার, প্রসাধন সামগ্রী ও কাপড়ের মাকের্ট এবং ব্র্যাক ব্যাংকের একটি শাখা ছিল। আর তৃতীয় থেকে ষষ্ঠ তলা পর্যন্ত ছিল পাঁচটি পোশাক কারখানা।

ফাটল ধরার পর মঙ্গবার কারখানাগুলো বন্ধ রাখা হলেও বুধবার সকালে শ্রমিকদের কাজে যোগ দিতে বাধ্য করা হয় বলে অভিযোগ এসেছে।