চট্টগ্রামে বৌদ্ধ মন্দিরে লুট, আগুন

চট্টগ্রামের বোয়ালখালীতে একটি বৌদ্ধ মন্দিরে হানা দিয়ে দানবক্স লুট করে মূর্তিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 April 2013, 01:47 AM
Updated : 22 April 2013, 01:47 AM

রোববার গভীর রাতে বোয়ালখালী উপজেলার খরণদ্বীপ ইউনিয়নের জ্যৈষ্ঠপুরা গ্রামের শাক্যমুনি বৌদ্ধ মন্দিরে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

বোয়ালখালী থানার ওসি জহিরুল হক সবুজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই মন্দিরের দানবক্সটি ভেঙে টাকা-পয়সা লুট করা হয়েছে। এ সময় মন্দিরের একটি মূর্তির গায়ে জড়ানো কাপড়ে (চিবর) আগুন দেয়া হয়।

তবে মন্দিরের অন্যান্য জিনিসপত্র অক্ষত রয়েছে বলে জানান তিনি। এ ঘটনাকে ‘চুরি’ বলে মনে করছে পুলিশ।

ওসি বলেন, “চুরির ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করতে টাকা-পয়সা লুট করে যাওয়ার সময় মূর্তির গায়ে আগুন দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।”

মন্দিরের দানবক্সে প্রতিমাসে পাঁচ থেকে ছয় হাজার টাকা জমা পড়ে বলে মন্দির কর্তৃপক্ষ পুলিশকে জানিয়েছে।

এ ঘটনায় শাক্যমুনি বৌদ্ধ মন্দিরের সাধারণ সম্পাদক দেব প্রসাদ বড়ুয়া বাদি হয়ে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।