এটিএন নিউজ ছাড়লেন আবেদ খান

যোগ দেয়ার নয় মাসের মাথায় এটিএন নিউজ ছেড়েছেন আবেদ খান, এক্ষেত্রে কর্তৃপক্ষের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছেন এই সাংবাদিক।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 April 2013, 11:21 AM
Updated : 21 April 2013, 11:21 AM

পদত্যাগের কথা জানিয়ে আবেদ খান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিগত নয় মাসে এখানে আমি যেসব বাধার পাহাড় টপকানোর চেষ্টা করেছি, তার জন্য প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার একান্ত প্রয়োজন ছিল। কিন্তু, যে কোনো কারণেই হোক আমাকে সেই সহযোগিতা দেয়া হয়নি।”

গত বছরের জুলাই মাসে বেসরকারি এই টেলিভিশনে প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন আবেদ খান।

এটিএন নিউজে যোগ দেয়ার আগে কালের কণ্ঠের সম্পাদক ছিলেন আবেদ খান।

দৈনিক ইত্তেফোকের মাধ্যমে সাংবাদিকতা শুরু করা আবেদ খান সমকাল, যুগান্তর, ভোরের কাগজের সম্পাদক ছিলেন। প্রতিষ্ঠালগ্নে একুশে টেলিভিশনেরও নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। 

রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন তিনি। 

এটিএন নিউজে ‘অসহযোগিতা’ পাওয়ার জন্য আবেদ খান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের ‘উদাসীনতা অথবা পরোক্ষ ইন্ধনকে’ দায়ী করেন।

তিনি বলেন, “নইলে ‘সকল দায়িত্বপ্রাপ্ত’ জাতীয় পদাধিকার দিয়ে কাউকে নিয়োগের মাধ্যমে পরোক্ষভাবে আমাকে ‘দায়িত্বশূন্য’ করা হবে কেন?”