আমার দেশ প্রকাশ অনিশ্চিত

ছাপাখানায় পুলিশের অভিযানের কারণে শুক্রবার দৈনিক আমার দেশের প্রকাশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 April 2013, 09:39 AM
Updated : 11 April 2013, 10:46 AM

পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে বৃহস্পতিবার সকালে গ্রেপ্তার করে পুলিশ। রাতে পত্রিকাটির ছাপাখানায় পুলিশি অভিযান শুরু হয়।

পুলিশি অভিযানের পর রাত ১০টার দিকে পত্রিকাটির নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রেস পুলিশ ঘিরে রেখেছে, ভেতরে ঢুকে তল্লাশি করছে। আমাদের কাউকে ঢুকতে দিচ্ছে না।

“এই অবস্থায় আগামীকাল পত্রিকা প্রকাশ হবে কি না, তা অনিশ্চিত।”

রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে লাভ রোডে আমার দেশের ছাপাখানায় পুলিশের এই অভিযান শুরু হয়েছে।

অভিযানের কারণ ব্যাখ্যা করে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যে মামলায় উনি গ্রেপ্তার হয়েছেন, আদালত এই মামলায় একটা সার্চ ওয়ারেন্ট দিয়েছে।

“এর ভিত্তিতে মামলার তদন্ত কর্মকর্তাকে আদালত আলামত জব্দ করার নির্দেশ দিয়েছে। সেজন্যই তদন্ত কর্মকর্তা আমার দেশের প্রেসে গিয়েছেন।”

ছাপাখানার পাহারাদার ইলিয়াস আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাড়ে ৮টার দিকে কয়েকজন পুলিশ কর্মকর্তা ভেতরে ঢোকেন। তাকে পাহারাদারদের কক্ষ থেকে বের না হতে বলা হয়েছে।

ছাপাখানার বাইরে কয়েকজন পুলিশ সদস্যও রয়েছেন। তবে শিল্পাঞ্চল থানার ওই পুলিশ সদস্যরা বলতে পারেননি, ভেতরে কী হচ্ছে।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে তেজগাঁও থানার একটি মামলায় সকালে দৈনিক আমার দেশ কার্যালয় থেকে মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে তাকে মিন্টো রোডে মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

তিনটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাকে ১৩ দিনের হেফাজত মঞ্জুর করেছে আদালত।