লাইন মেরামতের পর বৃহস্পতিবার ভোর পৌনে ৪টায় আদানি বিদ্যুৎ কেন্দ্র পুনরায় জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করে।
পুলিশের পক্ষ থেকে দশ দিনের রিমান্ড আবেদন করা হলেও মঙ্গলবার শুনানি শেষে ছয় দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২১ মার্চ টেকনাফের হ্নীলার একটি মাদ্রাসায় গোপন বৈঠককালে সালা উল ইসলামকে আটক করে পুলিশ।
১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াত-শিবিরের তাণ্ডবের ঘটনায় দায়ের করা ৩টি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
গোয়েন্দা সূত্র জানায়, ১৯৭৮ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে মিয়ানমারের বিদ্রোহী জঙ্গি আরএসও’র সঙ্গে জড়িত হন সালা উল ইসলাম। লিবিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে তার সম্পর্ক রয়েছে।
আরএসও’র অর্থে পরিচালিত কক্সবাজার সদরের ঝিলংজার মহুরি পাড়ার ‘ইমাম মুসলিম ইসলামিক সেন্টার’ নামে একটি মাদ্রাসার পরিচালক সালা উল।