তিন ‘ব্লগার’ গ্রেপ্তার

ইন্টারনেটে ‘ধর্মীয় উস্কানিমূলক’ লেখালেখির অভিযোগে রাজধানীতে তিন ‘ব্লগারকে’ গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 April 2013, 11:06 PM
Updated : 2 April 2013, 00:30 AM

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, সোমবার রাতে রাজধানীর ইন্দিরা রোড, পলাশি ও মনিপুরি পাড়া এলাকা থেকে ওই তিনজনকে আটক করা হয়। 

এরা হলেন- সুব্রত অধিকারী শুভ, মশিউর রহমান বিপ্লব ও রাসেল পারভেজ।

তাদের ল্যাপটপ ও কম্পিউটারও জব্দ করা হয়েছে বলে মাসুদুর রহমান জানান।  

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের মাস্টার্সের ছাত্র শুভকে সোমবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে তুলে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেছেন তার বন্ধু ও সহপাঠীরা।

এ ঘটনায় শাহবাগ থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

শাহবাগের পরিদর্শক (তদন্ত) এম এ জলিল জানান, শুভর বন্ধু, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিশ্বজিত সোমবার রাতে এই সাধারণ ডায়েরি করেন।

শুভর সহপাঠী আব্দুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে জগন্নাথ হলের গেট থেকে একটি সাদা মাইক্রোবাসে করে শুভকে তুলে নিয়ে যাওয়া হয়।

শুভর এক রুমমেটের বরাত দিয়ে রহিম জানান, “ফোন করে শুভকে হলের গেটে ডেকে নেয়া হয়। গেটে গেলে দুজন লোক তার সঙ্গে কথা বলে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়।”

ওই মাইক্রোবাসের পিছনে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড লেখা থাকলেও কোনো লোগো ছিল না বলে রহিম জানান।

এ বিষয়ে জানতে চাইলে উপ কমিশনার মাসুদুর রহমান বলেন, “কাউকে তুলে নিয়ে যাওয়া বা জিডির বিষয়ে আমার কিছু জানা নাই।

দুপুরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তার তিনজনের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

ফেইসবুক ও ব্লগে ইসলাম ও হযরত মুহম্মদকে (সা.) নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্যকারীদের সনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১৩ মার্চ একটি কমিটি করে সরকার। ফেইসবুক ও ব্লগে ‘আপত্তিকর’ মন্তব্য নিয়ে অভিযোগ জানাতে একটি ই-মেইল ঠিকানাও খুলেছে এই কমিটি।

বিটিআরসির তথ্য মতে বর্তমানে বাংলাদেশে প্রায় তিন কোটি ইন্টারনেট ব্যবহারকারী রয়েছে এবং ফেইসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩২ লাখের বেশি।