ব্লগার আসিফ মহীউদ্দিনের ওপর হামলায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
Published : 01 Apr 2013, 07:03 AM
রোববার রাতে ঢাকার মিরপুর, যাত্রাবাড়ি ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে সাদ আল নাহিন (২৪), মো. কাওসার (২৬), মো. কামাল (২৩) ও কামালকে (২৮) গ্রেপ্তার করা হয়।
এদের মধ্যে নাহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএ (মার্কেটিং) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী বলে গোয়েন্দা পুলিশের উপ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে মহানগর পুলিশ কার্যালয়ের এই চারজনকে নিয়ে সংবাদ সম্মেলন করে পলিশ।
মোল্লা নজরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তার চারজন প্রাথমিক জিজ্ঞাসাবাদে হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।
“নাহিন জানিয়েছেন, আব্দুল করিম ওরফে জাবের নামের এক ধর্মান্ধ ও উগ্রপন্থী লোকের নির্দেশে তারা ব্লগার আসিফের ওপর হামলা চালায়।”
গত ১৪ জানুয়ারি ১০টার দিকে ১১ সেক্টরের গরীব-ই নেওয়াজ সড়কে হামলার শিকার হন আসিফ।
ঘাড়ে ও পিটে পাঁচটি আঘাত নিয়ে প্রথমে তিনি উত্তরার শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আসিফ চিকিৎসকদের জানান, তিনি গরীব-ই নেওয়াজ সড়কে নিজের কার্যালয় থেকে বের হওয়ার পর পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়।
সংবাদ সম্মেলনে ডিবি উপ কমিশনার আরো বলেন, গ্রেপ্তারকৃতদের ১৪/১৫ জনের একটি সংঘবদ্ধ দল রয়েছে।
“গত ১৪ জানুয়ারি আসিফকে আক্রমণের আগে ৪ ও ১১ জানুয়ারি গ্রেপ্তারকৃতরা আরো দুবার হামলার প্রস্তুতি নেয়। ওই পরিকল্পনায় সফল হতে না পেরে পরে রাতে তার ওপর হামলা করে তারা।”
গ্রেপ্তার চারজনের বরাত দিয়ে মোল্লা নজরুল জানান, ওই দিন নাহিনের সঙ্গে নবীন নামের আরেকজন আসিফের ওপর হামলা চালায়। নাহিন প্রথমে একটি আঘাত করে। তখন আসিফ তার কোমর জাপটে ধরলে নাহিন মাথা ঘুরিয়ে তার পিঠে আরেকবার ছুরির আঘাত করে। কিন্তু আসিফের গায়ে শীতের কাপড় থাকায় সে আঘাত জোরালো হয়নি।
এরপর নবীন আরেকবার আঘাত করলে আসিফ মাটিতে পড়ে যায় এবং চিৎকার করে। এতে হামলাকারীরা পালিয়ে যায়।
আসিফ ঢাকা মেডিকেলে ভর্তি হওয়ার পর চিকিৎসক সেজে তার হৃদস্পন্দন অস্বাভাবিক করার ইনেকজশকন দেয়ারও পরিকল্পনা হয় বলে পুলিশ কর্মকর্তা জানান।
কিন্তু এরই মধ্যে শাহবাগ গণজাগরণ আন্দোলনের কর্মী ব্লগার রাজিব হত্যার ঘটনায় এবং নাহীনদের সহপাঠী দীপ গ্রেপ্তারের খবরে সেই পরিকল্পনা আর বাস্তবায়নের চেষ্টা করেনি আসিফের হামলাকারীরা।
উপ কমিশনার মোল্লা নজরুল ইসলাম জানান, এই চক্রটির কেউ কেউ রাজিব হত্যাকাণ্ডেও জড়িত।