গাজীপুরে মন্দিরে আগুন

গাজীপুর সদর উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে ‘দুর্বৃত্তরা’।

গাজীপুর,প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 March 2013, 02:04 AM
Updated : 22 March 2013, 02:25 AM

বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কেশুরিতা মধ্যপাড়া শ্রীশ্রী লক্ষীমাতা মন্দিরে এ ঘটনা ঘটে।

মন্দির পরিচালনা কমিটির সভাপতি শ্যামল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে মন্দিরে আগুন জ্বলতে দেখে এলাকাবাসী দ্রুত তা নিভিয়ে ফেলে।

আগুনে মন্দিরের চারটি প্রতিমা ক্ষতিগ্রস্ত হয়েছে জানালেও কারা এ আগুন দিয়েছে- সে বিষয়ে কিছু বলতে পারেননি শ্যামল চন্দ্র।

সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান সকালে ক্ষতিগ্রস্ত মন্দির পরিদর্শন করে বলেন, বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধাপরাধের মামলায় জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়ের পর জামায়াত-শিবির কর্মীরা সারাদেশে টানা তাণ্ডব শুরু করে। এ সময় বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের মন্দির-বাড়িঘরে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে।