নিচতলার খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের ধারণা।
পাকুরিয়া গ্রামে হরি মন্দিরে এ ঘটনায় বুধবারমামলা হয়েছে বলে সিংড়া থানার ওসি ফয়েজুর রহমান জানিয়েছে।
মন্দির কমিটির সভাপতি মনিন্দ্রনাথ পাল বলেন,সকালে মন্দিরের দরজা ভাঙা দেখে এলাকাবাসী তাকে খবর দেয়। তিনি এসে দুটি প্রতিমাভাঙা অবস্থায় দেখেন।
ইটালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমানবাচ্চু বলেন, ওই ইউনিয়নে কিছু দুষ্কৃতকারী ও মামলাবাজ রয়েছে, যারা বিভিন্ন মামলা,মোকদ্দমা দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা আদায় করে থাকে।
এটা তাদেরই কাজ বলে ধারণা করছেন তিনি।