ফরিদপুরে মন্দিরে আগুন

ফরিদপুরের সালথা উপজেলায় একটি মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2013, 01:57 AM
Updated : 6 March 2013, 01:58 AM
পুলিশ জানায়, মঙ্গলবার গভীর রাতে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আনন্দ আশ্রম মন্দিরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

মন্দির কমিটির সাধারণ সম্পাদক গোপাল দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত সাড়ে ১২টার দিকে মন্দিরের ভেতরে আগুন দেখে এলাকার লোকজন ছুটে গিয়ে আগুন নেভায় । আগুনে মন্দিরের কালী প্রতিমা ও বেদি পুড়ে গেছে।”

“কে বা কারা আগুন দিয়েছে তা কেউ দেখেনি। আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন।

সালথা থানার ওসি মোঃ আফসার উদ্দিন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। এ ব্যাপারে আইগত ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে।”

গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাইদীর মামলার রায় ঘোষণার পর থেকেই দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালাচ্ছে জামায়াত-শিবির কর্মীরা। চট্টগ্রাম, বরিশাল, নোয়াখালী, গাজীপুরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে ভাংচুর, লুটপাট ও মন্দিরে হামলার ঘটনাও ঘটে।