খুলনায় সংখ্যালঘুদের বাড়িতে আগুন

খুলনার কয়রা উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের কয়েকটি বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট করেছে দুর্বৃত্তরা।

খুলনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2013, 06:35 AM
Updated : 5 March 2013, 06:35 AM

এ সময় এলাকাবাসী দুই হামলাকারীকে ধরে পুলিশে দিয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে আমাদী ইউনিয়নের রজক (ধোপা) পাড়ায় এ হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।

ক্ষতিগ্রস্তদের বরাত দিয়ে কয়রা থানার ওসি মীর খায়রুল কবির বলেন, সকালে উপজেলার বিভিন্ন এলাকা থেকে হরতাল সমর্থকদের একাধিক মিছিল এসে চাঁদালী সেতুর কাছে জমায়েত হয়।সকাল সাড়ে ১০টা দিকে সেখান থেকে কয়েক’শ লোক মিছিল নিয়ে আমাদী বাজারে দোকানে ভাংচুর শুরু করে।সেখানে তারা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার পর বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষ একত্র হয়ে হামলাকারীদের তাড়া করে।

তখন তারা পিছু হটে বাজারের পাশে হিন্দুধর্মাবলম্বী রজকপাড়ায় ঢুকে ১০টি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।ওই সময় হামলাকারীরা বাড়িতে থাকা বিভিন্ন বয়সী নারীদের মারধর ও  মালামাল লুটপাট করে।

আগুনে দুইটি বসত ঘর, দুইটি রান্নাঘর ও একটি পূজার ঘর পুড়ে গেছে।

এ সময় স্থানীয়রা আবু সাঈদ (২২) ও লিটন গাজী (১৮) নামের দুই যুবককে ধরে পুলিশে দেয়।

পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে, বলেন ওসি।