রাজীব হত্যা: গ্রেপ্তার ৫ ছাত্রকে বহিষ্কার

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দারকে হত্যায় জড়িত অভিযোগে গ্রেপ্তার পাঁচ ছাত্রকে বহিষ্কার করেছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2013, 06:11 AM
Updated : 4 March 2013, 06:11 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা বেলাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন।

ওই পাঁচ ছাত্র হলেন- ফয়সাল বিন নাইম ওরফে দীপ (২২), মাকসুদুল হাসান অনিক (২৬), এহসান রেজা রুম্মান (২৩), নাঈম সিকদার ইরাদ (১৯) ও নাফিস ইমতিয়াজকে (২২)।

এদের মধ্যে দীপ ও নাঈম ইলেকট্রিক্যাল অ্যাণ্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, রুম্মান ও ইরাদ ইলেক্ট্রনিক্স অ্যাণ্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং নাফিস বিবিএ’র ছাত্র।

এই পাঁচজনকে গত শুক্রবার ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের ছাত্রত্ব স্থগিত করেছিল নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

জনসংযোগ কর্মকর্তা বলেন, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আব্দুস সাত্তারের সভাপতিত্বে বিশেষ ডিসিপ্লিনারি কমিটি জরুরি বৈঠকে পাঁচ শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।

তিনি জানান, সভায় জঙ্গিবাদবিরোধী সচেতনতা বাড়ানোর পাশপাশি ক্যাম্পাসজুড়ে নজরদারি বাড়ানোর সিদ্ধান্তও হয়েছে।

নর্থ সাউথের এই ছাত্ররা রাজীব হত্যাকাণ্ডে সরাসরি অংশ নেয়ার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

তাদের কাছ থেকে দুটি চাপাতি, চারটি চাকু, একটি বাইসাইকেল, এক জোড়া কেডস, সাতটি বিভিন্ন ধরণের মোবাইল ফোনসেট এবং একটি স্কুল ব্যাগ উদ্ধার করা হয়।