গভীর রাতে হিন্দুপাড়ায় আগুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার হিন্দু সম্প্রদায়ের কয়েকটি বাড়িতে রোববার গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

নাটোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2013, 05:48 AM
Updated : 4 March 2013, 05:48 AM

এতে তিরাইল হিন্দুপাড়ার নিমাই কুমার সরকার, শিবেন সরকার, দশরত সরকার ও গৌরাঙ্গ সরকারের চারটি ঘর সম্পূর্ণ পুড়ে যায়।

অবসরপ্রাপ্ত শিক্ষক শিবেন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১টার দিকে দুর্বৃত্তরা একসঙ্গে বাড়ি সংলগ্ন চারটি খড়ের ঘরে আগুন দেয়। গ্রামের দশরত সরকার বাইরে বেরিয়ে আগুন দেখে চিৎকার দেন।

নাটোর থেকে দমকল বাহিনীর একটি ইউনিট রাত ২টায় ঘটনাস্থলে আসে। এলাকাবাসীর সহায়তায় রাত সাড়ে ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সারাদেশে যারা হিন্দুদের মন্দিরে ও বাড়িতে আগুন দিচ্ছে তারই ধারাবাহিকতায় এই আগুন দেয়া হয়েছে বলে জানান শিবেন সরকার।

সকালে তিরাইল গ্রামে গিয়ে দেখা যায়, লোকজনের চোখেমুখে আতঙ্ক বিরাজ করছে। তখনও পোড়া অংশ থেকে ধোঁয়া উঠছিল।

ঘটনার পর স্থানীয় আওয়ামী লীগ নেতা, পুলিশ এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খোকন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করেন।

বড়াইগ্রাম থানার ওসি ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ করা হয়নি। তবে পুলিশ ঘটনাটি অনুসন্ধান করে দেখছে।