মুন্সীগঞ্জের লৌহজংয়ে মন্দিরে আগুন

দেশব্যাপী জামায়াত-শিবিরের তাণ্ডবের মধ্যে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় একটি মন্দিরে আগুন দেয়া হয়েছে।

নোয়াখালী প্রতিনিধিমুন্সীগঞ্জ ওবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2013, 12:37 PM
Updated : 3 March 2013, 12:37 PM

রোববার রাত সাড়ে ১০টার দিকে গোয়ালীমান্দ্রা মনিপাড়া কালী মন্দিরে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

গত বৃহস্পতিবার দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর তাণ্ডবের মধ্যে দক্ষিণ চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, বাগেরহাট, বরিশাল, গাজীপুরের পর মুন্সীগঞ্জের এই মন্দির ভাংচুর হল।

মন্দির কমিটির সভাপতি অনিল চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৯টা পর্যন্ত তাদের লোকজন সেখানে ছিল।

“এর পর আমরা রাতের খাবার খেতে গেলে কে বা কারা মন্দিরে আগুন দিয়ে পালিয়ে যায়। আগুনে মন্দিরে প্রতিমাগুলোর পুড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।”

লৌহজং থানার ওসি জাকিউর রহমান বলেন, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে স্থানীয়রা তা নিভিয়ে ফেলে।

হরতাল সমর্থক বিএনপি-জামায়াতকর্মীরা ঘটনায় জড়িত থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর-মন্দিরে ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগে জড়িত সন্দেহে ১৫ জনকে আটক করেছে র‌্যাব ও পুলিশ।

রোববার বিকালে রাজগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে এই অভিযান চালানো হয়। এনিয়ে ওই ঘটনায় মোট ২৮ জনকে আটক করা হল।

জেলার পুলিশ সুপার মাহবুব রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যাচাই-বাছাই করে নির্দোষ কেউ থাকলে তাকে ছেড়ে দেয়া হবে।

এই হামলার প্রতিবাদে রাজগঞ্জ বাজারে হিন্দুদের সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ এবং ক্ষতিগ্রস্ত মন্দিরগুলোতে কালো পতাকা উত্তোলন করা হয়। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য দোকানপাট বন্ধ থাকবে বলে জানায় ক্ষতিগ্রস্তরা।