পাবনার বেড়ায় একটি কালীমূর্তি ভাঙচুর করে তাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
Published : 03 Mar 2013, 12:12 PM
রোববার সকালে উপজেলার দাঁথিয়া মহাশ্মশান ঘাটে এ ঘটনা ঘটে।
দাঁথিয়া মহাশ্মশান কমিটির সদস্য কৃষ্ণ কুমার জানান, কিছুদিন আগে কালীপূজার জন্য বেড়া উপজেলার জাতসাকিনী ইউনিয়নের দাঁথিয়া মহাম্মশান ঘাটে একটি মুর্তি বসানো হয়। রোববার সকাল ৮টার দিকে কে বা কারা মূর্তিটির মাথা ও হাত ভেঙে ফেলে এবং কিছু অংশ জ্বালিয়ে দেয়।
এ ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতংক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি।
বেড়া থানার ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি তদন্তের জন্য নগরবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রকে দায়িত্ব দেয়া হয়েছে। এ ব্যাপারে বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।