এসএসসি পরীক্ষা পিছিয়েছে

জামায়াতে ইসলামী ও বিএনপির হরতালের কারণে এসএসসি পরীক্ষা পিছিয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2013, 03:55 AM
Updated : 2 March 2013, 04:05 AM

আগামী রোব ও সোমবার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। মঙ্গলবার ডেকেছে বিএনপি।

রোববারের পরীক্ষা আগামী ৯ মার্চ শনিবার সকাল ১০টায় এবং মঙ্গলবারের সকাল ও বিকালের পরীক্ষাগুলো আগামী ৬ মার্চ বুধবার সকাল ১০টা ও বিকাল ২টায় অনুষ্ঠিত হবে।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সোমবার কোনো পরীক্ষা নেই।

আটটি সাধারণ বোর্ডের অধীনে রোববার এসএসসিতে উচ্চতর গণিত (তত্ত্বীয়), মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে পদার্থ বিজ্ঞান (তত্ত্বীয়) এবং কারিগরি বোর্ডের অধীনে উচ্চতর গণিত-২, হিসাব বিজ্ঞান-২ (সৃজনশীল), বাণিজ্যিক ভূগোল-২ (সৃজনশীল) এবং কৃষিশিক্ষা-২ (সৃজনশীল) বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।

মঙ্গলবার (৫ মার্চ) সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত বাংলা ভাষা ও সাহিত্য, ইংরেজি ভাষা ও সাহিত্য, গার্হস্থ্য অর্থনীতি (তত্ত্বীয়), কৃষি শিক্ষা (তত্ত্বীয়), সঙ্গীত (তত্ত্বীয়) এবং বিকাল ২টা থেকে ৫টা পর্ন্ত আরবি, সংস্কৃত, পালি, কর্মমুখী শিক্ষা (তত্ত্বীয়), কুম্পিউটার শিক্ষা (তত্ত্বীয়), শারীরিক শিক্ষা (তত্ত্বীয়), বেসিক ট্রেড (তত্ত্বীয়) ও চারু ও কারুকলা (তত্ত্বীয়) পরীক্ষা ছিল।

আর মাদ্রাসা বোর্ডের অধীনে মঙ্গলবার দাখিলে রসায়ন বিজ্ঞান (তত্ত্বীয়) এবং কারিগরি বোর্ডের অধীনে দাখিল ভোকেশনালে আরবী-২ পরীক্ষা ছিল।

এর আগে হরতালের কারণে এবারের এসএসসি ও সমমানের তিনটি পরীক্ষা পেছানো হয়। এনিয়ে পাঁচটি পরীক্ষা পেছানো হল।