ফেনীতে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে আগুন

 ফেনীর দাগনভূঁঞায় শুক্রবার সন্ধ্যায় হিন্দু সম্প্রদায়ের একটি বাড়ির খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়।

ফেনী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 11:51 AM
Updated : 1 March 2013, 11:51 AM

দাগনভূঁঞা থানার ওসি নিজাম উদ্দিন জানান, সন্ধ্যায় দাগনভূঁঞা উপজেলার সদর ইউনিয়নের পূর্ব জগতপুর গ্রামের জয়দেবের বাড়ির চিনে (ধানের খড়ের গাদা) আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। আগুনে চিনটি পুড়ে ছাই হয়ে যায়।

এদিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর দুলামিয়ায় গাড়ি ভাংচুরের সময় রাতে এক পিকেটার নিহত হয়েছেন।

পুলিশ জানায়, জনতার ধাওয়ায় পালানোর সময় পিকেটার আবু তাহের (৪০) বাস চাপায় নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ৮টার দিকে একদল যুবক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ওই স্থানটিতে ১০/১২টি গাড়ি ভাংচুর করে। এসময় স্থানীয়রা তাদের ধাওয়া করলে পালাতে গিয়ে দ্রুতগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে তাহের ঘটনাস্থলেই নিহত হন।

নিহত ব্যক্তি সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের মধ্যম কাছাড় গ্রামের মো. এয়াকুবের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছে।

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।