বাগেরহাটে মন্দিরে প্রতিমা ভাংচুর

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় একটি মন্দিরের বেশ কয়েকটি প্রতিমা ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 March 2013, 05:22 AM
Updated : 1 March 2013, 05:22 AM

বৃহস্পতিবার রাতে চিংড়াখালী ইউনিয়নের সিংজোড় গোপালপুরের সার্বজনীন পূজা মন্দিরে এ হামলা হয়।

তবে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি মন্দির কর্তৃপক্ষ ও পুলিশ।

চিংড়াখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে দুর্গা প্রতিমার গলা ভেঙ্গে ফেলেছে এবং সরস্বতি, গনেশ ও কালি প্রতিমা উল্টে ফেলে রেখে গেছে। এতে সবকটি প্রতিমার হাত, পা ও মাথা ভেঙ্গে গেছে।

মন্দিরটি সর্বক্ষণ উন্মুক্ত থাকত বলে জানান এই ইউপি চেয়ারম্যান।

মন্দির কমিটির সভাপতি ক্ষিতীশ বাছাড়ও এ ঘটনার সুনির্দিষ্ট কোনো কারণ বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানাতে পারেননি।

মোরেলগঞ্জ থানার ওসি মো. আসলাম উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এঘটনার জন্য দায়ী কোনো চক্রকে এখনো সনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার দুপুরে যুদ্ধাপরাধী দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের পর দেশজুড়ে তাণ্ডব চালিয়েছে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবির।

এতে সারাদেশে নিহত হয়েছে ৩৫ জন। জামায়াত-শিবিরকর্মীরা চট্টগ্রামের বাঁশখালী, কক্সবাজারের কুতুবদিয়া ও নোয়াখালীর বেগমগঞ্জসহ কয়েকটি স্থানে হিন্দু সম্প্রদায়ের বাড়ি ও মন্দিরে হামলা করেছে। এতে চট্টগ্রামে হিন্দু সম্প্রদায়ের এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জামায়াতের নায়েবে আমির সাঈদীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে।

এর পরপরই দেশের বিভিন্ন স্থানে মিছিল নিয়ে নামে জামায়াত এবং সেই মিছিল থেকে সহিংসতা ছড়ায়।