আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকায় সিরাজগঞ্জের সাতটি পয়েন্টে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
Published : 28 Feb 2013, 03:08 PM
জেলা ও উপজেলা প্রশাসন বৃহস্পতিবার রাত ৯টা থেকে এ বিষয়ে মাইকিং করছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সালাহ্ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় রাত ৮টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চন্ডীদাসগাঁতী বাজার এবং বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড় মহাসড়কের কড্ডার মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শহরের বাজার ষ্টেশন, মুক্তির সোপান, স্বাধীনতা স্কয়ার, কাজিপুর মোড়, বড়বাজার ও কেন্দ্রীয় জামে মসজিদের আশপাশের এলাকায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।