মিরপুরে ‘বোমায়’ পথচারী নিহত

দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের রায় প্রত্যাখ্যান করে সারোদেশে জামায়াতে ইসলামীর সহিংসতার মধ্যে রাজধানীতে একজন নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2013, 08:59 AM
Updated : 28 Feb 2013, 02:24 PM

বৃহস্পতিবার মিরপুর ১ নম্বরে সড়কের পাশে তাকে অচেতন অবস্থায় পেয়ে এক পথচারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মুখ ঝলসানো দেখে পুলিশের ধারণা, বোমা হামলাই তার মৃত্যুর কারণ।  

নিহতের মেয়ে রাত ১১টার দিকে মর্গে গিয়ে লাশ সনাক্ত করেন।

নিহতের নাম নাম মোসলেম উদ্দিন (৭০)। বাড়ি মানিকগঞ্জের হরিরামপুরের ছয়নিগালা গ্রামে। তিনি একজন কৃষক।

গত সোমবার ঢাকার মিরপুরের পাইকপাড়ায় মেয়ের বাসায় আসেন মোসলেম।

মেয়ে পলি আক্তার সাংবাদিকদের জানান, সন্ধ্যায় চা খাওয়ার জন্য বাসা থেকে বের হন তার বাবা।

বাসায় না ফেরায় পলি পুলিশকে জানালে তাকে হাসপাতালে যাওয়ার পরামর্শ দেয়া হয়। সেখানে গিয়ে লাশ দেখতে পান পলি।

ঢামেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, মিরপুর ১ নম্বর থেকে মোসলেমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন এক পথচারী। 

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাত ৮টার দিকে তুহিন নামের এক পথচারী একজন অজ্ঞাত ব্যক্তিকে ভ্যানের ওপর পড়ে থাকতে দেখে।

“পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।”

এদিকে সন্ধ্যায় যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি ট্রাকে জামায়াত-শিবিরকর্মীরা আগুন দেয় বলে পুলিশ জানিয়েছে।

এছাড়া ধোলাইড়পাড় ও মতিঝিলে কয়েকটি গাড়ি ভাংচুর করা হয়।

যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) এমরানুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সন্ধ্যা ৭টার দিকে ঢাকাগামী একটি ট্রাকে আগুন দেয় জামায়াত-শিবিরকর্মীরা।

অগ্নি নির্বাপক বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান, আগুনের খবর পেয়ে তারা যাওয়ার আগেই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।