নওগাঁর সাপাহারে পুলিশের ওপর জামায়াত-শিবির কর্মীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ ১০ জন আহত হয়েছে।
Published : 28 Feb 2013, 12:42 PM
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।
সাপাহার থানার ওসি ওবায়দুল হক জানান, উপজেলা চত্বর থেকে একটি মিছিল বের করে জামায়াত-শিবির। মিছিলটি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে পুলিশ সামনে এগুতে নিষেধ করে। এ সময় মিছিল থেকে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় তিনি ও উপপরিদর্শক শাহিন আলম আহত হন।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি পেটা ও রবার বুলেট ছোড়ে পুলিশ। এ সময় ১২ জামায়াত-শিবির কর্মীকেও আটক করে পুলিশ।
আহত দুই পুলিশ কর্মকর্তাকে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এদিকে হরতালের সমর্থনে পিকেটিংয়ের সময় মহাদেবপুর থেকে জামায়াত শিবিরের দুই নেতাকে আটক করেছে পুলিশ।
মহাদেবপুর থানার ওসি আব্দুর রশীদ জানান, সকালে পিকেটিংয়ের সময় উপজেলা শিবির সভাপতি মেহেদী হাসান ও জামাতের সাংগঠনিক সম্পাদক ময়েন উদ্দিনকে আটক করা হয়েছে।
এছাড়া নওগাঁ সদর থেকে আরো দুই শিবির কর্মীকে আটক করা হয় বলে জানান নওগাঁ সদর থানার ওসি মোজাম্মেল হক।