দিনাজপুরে সংঘর্ষে ১ জন নিহত

দিনাজপুরের রানীরবন্দরে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশ ও বিজিবি সদস্যদের সংঘর্ষে একজন নিহত হয়েছে।

দিনাজপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Feb 2013, 07:08 AM
Updated : 28 Feb 2013, 07:08 AM

রামডুবিতে সংঘর্ষে আহত হয়েছে এক সহকারী পুলিশ সুপারসহ সাতজন।

বৃহস্পতিবার দুপুরে জামায়াত ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসেন সাঈদীর রায় ঘোষণার পর এ সংঘর্ষ শুরু হয়।

রানীরবন্দরে নসরৎপুরে দিনাজপুর-রংপুর মহাসড়কের তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয় জামায়াত শিবিরকর্মীরা। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এ সময় ছত্রভঙ্গ করতে গুলি ছোড়ে বিজিবি।

গুলিতে ফয়েজার রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছে বলে জানিয়েছেন নসরৎপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী।

রামডুবিতেও রায় ঘোষণার পর পুলিশের সঙ্গে জামায়াত শিবিরের সংঘর্ষ হয়।

দিনাজপুর পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য জানান, দুপুর দেড়টায় দিনাজপুর-রংপুর মহাসড়কের রামডুবিতে জামায়াত-শিবিরকর্মীরা লাঠিসোটা নিয়ে সড়ক অবরোধ করে। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের উপর ১০/১২টি ককটেল ছুড়ে ও গুলি করে। এতে পুলিশের নায়েক শাহ আলম গুলিবিদ্ধ হন।

ইটের আঘাতে আহত হয়েছেন সহকারী পুলিশ সুপার সুশান্ত সরকার। আহত হন আরও পাঁচ জন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ও কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ।

এছাড়া পুলিশের গুলিতে গুরুতর আহত হাসিনুর (২০) নামে এক মাদ্রসা ছাত্র ও অজ্ঞাত পরিচয়ের একজনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।