সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় হরতাল সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এ সময় এক সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
Published : 28 Feb 2013, 04:24 AM
বৃহস্পতিবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে এই সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন জানান, জামায়াত-শিবির কর্মীরা ভোরে সেতুর পশ্চিমপাড়ে নলকা
এলাকায় মহাসড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাংচুর শুরু করে। তাদের বাধা দিলে পুলিশের ওপর চড়াও হয় তারা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ৩০ রাউন্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছোড়ে। এ সময় পাঁচ রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে পুলিশ।
সংঘর্ষের ছবি তুলতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করে জামায়াত-শিবির কর্মীরা। তাদের হামলায় এক সাংবাদিক আহত হন।
সকাল ১০টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে জানিয়ে এসআই আসলাম হোসেন জানান, বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
এদিকে, হরতালে জেলা শহর থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে না গেলেও শহরে রিক্সা, অটোরিক্সা ও অন্যান্য হালকা যান চলাচল করছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন রয়েছে।