জমিয়াতুল ফালাহ’র দায়-দায়িত্ব এখন সরকারের

চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্স ব্যবস্থাপনা ইসলামিক ফাউন্ডেশনের আওতায় এনে সংশোধিত বিল সংসদে পাস হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Feb 2013, 08:26 AM
Updated : 18 Feb 2013, 08:26 AM

সোমবার অধিকবশনে ইসলামিক ফাউন্ডেশন (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩ পাসের জন্য উত্থাপন করেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া।

ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশনে বিলটি কণ্ঠভোটে পাস হয়।

১৯৭৫ সালের ইসলামী ফাউন্ডেশন অ্যাক্ট অনুযায়ী জাতীয় মসজিদ বায়তুল মোকাররম ও চট্টগ্রামের আন্দরকিল্লায় মুঘল আমলে নির্মিত শাহী মসজিদের নিয়ন্ত্রণ সরকারের কাছে ন্যস্ত হয়।

বিলটি পাসের ফলে বায়তুল মোকাররম এবং শাহী মসজিদের মতো জমিয়াতুল ফালাহ মসজিদ ও কমপ্লেক্সের যাবতীয় দায়-দায়িত্ব, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ ইসলামিক ফাউন্ডেশনের আওতায় থাকবে।

চট্টগ্রামের সার্কিট হাউস সংলগ্ন দামপাড়ায় জমিয়াতুল ফালাহ মসজিদটির অবস্থান। ১৯৭৬ সালে সরকার ১ টাকা প্রতীকী মূল্যে ১২ একর সরকারি জমি এই মসজিদের অনুকূলে ৯৯ বছর মেয়াদী চিরস্থায়ী বন্দোবস্ত দেয়।

বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে বলা হয়েছে, মসজিদটি সরকারি জমিতে এবং সরকারি অর্থায়নে নির্মিত হলেও এর ব্যবস্থাপনার বিষয়টি অস্পষ্ট। মসজিদ ও কমপ্লেক্সের ব্যবস্তাপনা ও রক্ষণাবেক্ষণ প্রশ্নে আইনগত অবস্থান স্পষ্ট নয় এবং বিভ্রান্তি ও সংশয় এখনো বিরাজমান।

এই বিভ্রান্তি দূর করতেই আইন সংশোধন করে ফালাহ মসজিদের দায়িত্ব সরকার নিয়েছে বলে জানানো হয়েছে।