মহাসমাবেশ বিকাল ৩টায়

আব্দুল কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শাহবাগে শুক্রবারের মহাসমাবেশ হবে বিকাল ৩টায়।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2013, 08:43 AM
Updated : 7 Feb 2013, 10:42 AM

বৃহস্পতিবার অবস্থানে কর্মসূচির মূলমঞ্চ থেকে এই ঘোষণা দিয়ে মহাসমাবেশে রাজনৈতিক নেতাদের বক্তব্য দেয়ার সুযোগ দেয়া হবে না বলে জানানো হয়।

ঘোষণায় বলা হয়, মহাসমাবেশে কোনো রাজনৈতিক নেতা বক্তব্য দিতে পারবেন না। কোনো দলের ব্যানার নিয়েও আসা যাবে না।

তবে রাজনৈতিক নেতারা এই আন্দোলনে সংহতি জানাতে পারবেন বলে জানানো হয়।

মহাসমাবেশে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি সব স্থানের সব মানুষকে যোগ দেয়ার আহ্বান জানানো হয়।

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লার ফাঁসির দাবিতে শুরু হওয়া প্রতিবাদ কর্মসূচি বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো চলছে।

কাদের মোল্লার যাবজ্জীবন কারদণ্ডের আদেশ দিয়ে ট্রাইব্যুনালের রায় মঙ্গলবার বিকালেই শাহবাগ মোড়ে বিক্ষোভ শুরু করেছিল ব্লগার ও ফেসবুক অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক।

পরে বিভিন্ন সংগঠনের কর্মীরা এতে যোগ দেয়।