আপিল হবে, শাহবাগে জানালেন অ্যাটর্নি জেনারেল
নিজস্ব প্রতিবেদক
Published: 06 Feb 2013 04:29 PM BdST Updated: 06 Feb 2013 04:31 PM BdST
যুদ্ধাপরাধী আব্দুল কাদের মোল্লার ফাঁসির রায়ের দাবিতে বিক্ষোভের কেন্দ্রস্থল শাহবাগে গিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, তারা আপিলের প্রস্তুতি নিচ্ছেন।
Related Stories
বুধবার রাত ৯টার দিকে সরকারের প্রধান আইন কর্মকর্তা শাহবাগে গিয়ে একথা আন্দোলনকারীদের জানান, যিনি যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে শুনানিতে প্রসিকিউশনকে সহযোগিতা করেছেন।
মাহবুবে আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা (রাষ্ট্রপক্ষ) কী করছি, এটা জনগণকে জানাতেই সেখানে গিয়েছিলাম।”
যুদ্ধাপরাধের মামলায় জামায়াত নেতা কাদের মোল্লাকে যাবজ্জীবন সাজা দেয়ার পর তা প্রত্যাখ্যান করে ৩৬ ঘণ্টার বেশি সময় ধরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে জনতা, বিশেষ করে তরুণরা।
তাদের কী বলেছেন- জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল বলেন, “আমি ওখানে বলেছি, আমরা চুপ করে বসে নেই। আমরাও এ রায়ে বিক্ষুব্ধ। আমরা আপিলের প্রস্তুতি নিচ্ছি।”

আব্দুল কাদের মোল্লার রায়ের পর যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
“আমরা রায় পর্যালোচনা করে দ্রুততম সময়ের মধ্যে আপিল দায়ের করার প্রস্তুতি নিচ্ছি।”
অ্যাটর্নি জেনারেলের আগে রাত ৮টার দিকে শাহবাগে যান ক্ষমতাসীন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা সাজেদা চৌধুরী।
তিনি বিক্ষোভস্থলে পৌঁছলে আন্দোলনকারীরা ‘মানি না-মানবো না, এই রায়-মানবো না’, ‘কাদের মোল্লার ফাঁসি চাই, দিতে হবে’ স্লোগানে ফেটে পড়ে।
সাজেদা বিক্ষোভের মূলমঞ্চে গিয়ে বলেন, “আমাকে প্রধানমন্ত্রী আপনাদের দাবির কথা শুনতে পাঠিয়েছেন। আপনারা কী চান?”
বিক্ষোভকারীরা তখন সমস্বরে দাবি তোলে- “ফাঁসি চাই, ফাঁসি চাই, কাদের মোল্লার ফাঁসি চাই।”
স্লোগানের কারণে এক পর্যায়ে কথা বলতে না পেরে সাজেদা শাহবাগ ছাড়েন।
-
স্বাস্থ্যখাতে বিনিয়োগ বাড়াতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
-
দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু
-
টেকসই উন্নয়ন নিশ্চিতে চাই জেন্ডার সমতা: টিআইবি
-
পেশেন্ট কেয়ারদের নার্স হিসেবে নিবন্ধন না দেওয়ার দাবি
-
৪১তম বিসিএস পরীক্ষা পেছানোর দাবি
-
নারী দিবসের প্রথম প্রহরে মোমবাতি জ্বেলে শপথ
-
শাহবাগে সংঘর্ষের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের জামিন
-
হজ: এজেন্সি লাইসন্সের মেয়াদ ৩ বছর বহাল রাখার দাবি
-
করোনাভাইরাস: দৈনিক শনাক্তের হার ফের ৫% ছাড়াল
-
অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা রাখবে মৈত্রী সেতু: প্রধানমন্ত্রী
-
প্রথম নদীসেতুতে যুক্ত হল বাংলাদেশ ও ভারত
-
দুদকের মহাপরিচালক মফিজুর রহমানের মৃত্যু
-
প্রতিবন্ধী নারীকে ফেলে দেওয়ার ঘটনায় বাস চালক ও সহকারী আটক
-
৯ মার্চ ১৯৭১: বঙ্গবন্ধুর নেতৃত্বকে সমর্থন মাওলানা ভাসানীর
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- আবার বার্সা সভাপতি লাপোর্তা