‘প্রসিকিউশন আপিল করতে পারে’

যুদ্ধাপরাধের মামলায় কাদের মোল্লার বিরুদ্ধে আন্তর্াতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়ে ‘জণগণের প্রত্যাশা পূরণ হয়নি’ মন্তব্য করে সরকারের আইন মন্ত্রী ও প্রতিমন্ত্রী জানিয়েছেন, প্রসিকিউশন চাইলে এর বিরুদ্ধে আপিল করতে পারে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2013, 01:50 AM
Updated : 5 Feb 2013, 02:00 AM

আইনমন্ত্রী শফিক আহমেদ ও প্রতিমন্ত্রী কামরুল ইসলাম

রায় ঘোষণার পর সচিবালয়ে নিজের কার্যালয়ে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সাংবাদিকদের বলেন, “এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি। জণগণ অন্য কিছু আশা করেছিল। আমরা হতাশ হয়েছি।”

আইনমন্ত্রী শফিক আহমেদ এ সময় বলেন, “রায়ের বিরুদ্ধে উভয় পক্ষের আপিল করার সুযোগ আছে। প্রসিকিউশন দল যদি মনে করে, তাহলে আপিল করতে পারে। সেটা তাদের মতামতের ওপর নির্ভর করে।”

তিনি বলেন, ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করে।

এ সময় আইন প্রতিমন্ত্রীও বলেন, প্রসিকিউশন মনে করলে আপিলের সুযোগ রয়েছে।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কাদের মোল্লাকে মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ মঙ্গলবার এই রায় ঘোষণা করে।

রায়ের পর কাদের মোল্লার আইনজীবীরাও বলেছেন, তারা এর বিরুদ্ধে আপিল করবেন।