তাপমাত্রা ৫ ডিগ্রির নিচে

দেশের উত্তর-পশ্চিমাঞ্চলে বয়ে যাওয়া তীব্র শৈত্যপ্রবাহ আরো দু’দিন অব্যাহত থাকবে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঈনুল হক চৌধুরীপ্রতিবেদন:বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2013, 11:46 AM
Updated : 8 Jan 2013, 11:46 AM

মঙ্গলবার পাবনার ঈশ্বরদীতে ৪ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্র রেকর্ড করা হয়েছে, যা ছিল চলতি মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা।

এই দিন ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতেও ৬ দশমিক ০৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

চলতি মৌসুমের তৃতীয় দফার শৈত্যপ্রবাহটি শুরু হয় রোববার থেকে।

অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাদিকুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) এবং রাজশাহী, রংপুর, যশোর, শ্রীমঙ্গল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।

শীতের এই প্রকোপ নতুন এলাকায় বিস্তৃত হয়ে আরো দুই দিন অব্যাহত থাকতে পারে, বলেন তিনি।

গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের দুটি শৈত্যপ্রবাহ বয়ে গিয়েছিল। তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।

শীতের কারণে গত দুদিনে ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি হয়েছেন অন্তত ৪৫ জন, যাদের অধিকাংশই শিশু।

আবহাওয়া অধিদপ্তর বলছে, জানুয়ারি মাসে দেশের ওপর দিয়ে তিনটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।