প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশের দুটি প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2012, 03:31 AM
Updated : 24 Dec 2012, 03:32 AM

জাতিসংঘের সাধারণ পরিষদের বাংলাদেশের দুটি প্রস্তাব গৃহীত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকে শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সচিব মোশাররফ হোসাইন ভূইয়া সাংবাদিকদের জানান, ৬৬তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে গৃহীত বাংলাদেশের উত্থাপিত ‘জনগনের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেল’ গত ১৮ ডিসেম্বর গ্রহণ করা হয়েছে।

এছাড়া বাংলাদেশের উত্থাপিত অটিজম সচেতনতা বিষয়ক প্রস্তাবটিও জাতিসংঘের সাধারণ পরিষদে গত ১২ ডিসেম্বর গ্রহণ করা হয়েছে।

এ দুটি বিষয় বাংলাদেশের জন্য বড় সাফল্য হওয়ার মন্ত্রিসভা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানায়।

এছাড়া আগামী বছরে জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের সংক্ষিপ্ত রূপের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

মোশাররফ হোসাইন ভূইয়া জানান, কিছু অনুশাসন ও পরিমার্জনসহ রাষ্ট্রপতির ভাষণটি অনুমোদন দেওয়া হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এসইউ/১৫০৪ ঘ.