বিডিনিউজকর্মীদের উপর হামলার আরো নিন্দা-প্রতিবাদ
Published: 01 Jun 2012 03:06 PM BdST Updated: 01 Jun 2012 03:06 PM BdST
বিডিনিউজকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালন অব্যাহত রেখেছে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন।
ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিডিনিউজকর্মীদের উপর হামলাসহ সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সারাদেশে কর্মসূচি পালন অব্যাহত রেখেছে সাংবাদিকসহ বিভিন্ন সংগঠন।
শুক্রবার ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটি মানবন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী জিয়া পরিষদের শিক্ষকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে এই অনলাইন সংবাদপত্রের সংবাদ কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত ও প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন। একই হাসপাতালে ভর্তি আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী রুহুল আমিনও।
ঘটনার পরদিন মহাখালী এলাকা থেকে জাহেদুল ইসলাম সৌরভ, সুমন ও মীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ইমরান ও ইয়াকুবকে সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
ঝিনাইদহ: বিডিনিউজকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করেছে ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটি।
এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির ঝিনাইদহ জেলা সভাপতি পিন্টু লাল দত্ত, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন, চ্যানেল আই প্রতিনিধি শেখ সেলিম ও বৈশাখী টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি জেলা সভাপতি ও সাবেক সাংসদ মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা লোটন ও আমির হোসেন মালিতা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকরা এক বিবৃতিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
জিয়া পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদুল হাসান খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে সাংবাদিক নির্যাতন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাগর-রুনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় এতে।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন- জিয়া পরিষদ রাবি’র সভাপতি ও ইবি’র সাবেক ভিসি প্রফেসর এম রফিকুল ইসলাম, ড. এম ফাইসুল ইসলাম ফারুকী, ড. এম আমিনুল ইসলাম, ড. এম আব্দুর রাজ্জাক, ড. কেএএম শাহাদত হোসেন, ড. মামনুনুল কেরামত, মু. আজহার আলী, ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. আফরউজ্জামান খান চৌধুরী, সিএম মোস্তফা, এম নজরুল ইসলাম, ড. শামসুল আলম সরকার ও ড. আমীরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১০০ ঘ.
শুক্রবার ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটি মানবন্ধন করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী জিয়া পরিষদের শিক্ষকরা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়েছেন।
গত ২৮ মে রাতে মহাখালীর আমতলীতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ের নিচে এই অনলাইন সংবাদপত্রের সংবাদ কর্মীদের ওপর হামলা চালানো হয়। ওই সময় সন্ত্রাসীদের ছুরির আঘাতে গুরুতর আহত সহ সম্পাদক নেওয়াজ মোহাম্মদ রিফাত ও প্রতিবেদক সালাহউদ্দিন ওয়াহেদ প্রীতম ইউনাইটেড হাসপাতালে চিকিসাধীন। একই হাসপাতালে ভর্তি আছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের অফিস সহকারী রুহুল আমিনও।
ঘটনার পরদিন মহাখালী এলাকা থেকে জাহেদুল ইসলাম সৌরভ, সুমন ও মীর হোসেন নামের তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার রাতে ইমরান ও ইয়াকুবকে সাভার থেকে গ্রেপ্তার করে র্যাব।
বৃহস্পতিবার উত্তরায় র্যাব-১ কার্যালয়ে সাংবাদিকদের সামনে হাজির করা হলে তারা হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেন।
ঝিনাইদহ: বিডিনিউজকর্মীদের ওপর সন্ত্রাসী হামলা ও প্রথম আলোর তিন আলোকচিত্র সাংবাদিকের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে শুক্রবার সকালে ঝিনাইদহ পোস্ট অফিস মোড়ে মানববন্ধন করেছে ঝিনাইদহ রিপোর্টার্স ইউনিটি।
এ সময় বক্তব্য রাখেন রিপোর্টার্স ইউনিটির ঝিনাইদহ জেলা সভাপতি পিন্টু লাল দত্ত, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিল্টন, চ্যানেল আই প্রতিনিধি শেখ সেলিম ও বৈশাখী টিভি প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
সাংবাদিকদের এ কর্মসূচিতে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি জেলা সভাপতি ও সাবেক সাংসদ মসিউর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের উপ-ইউনিট কমান্ডার গোলাম মোস্তফা লোটন ও আমির হোসেন মালিতা।
রাজশাহী বিশ্ববিদ্যালয়: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের শিক্ষকরা এক বিবৃতিতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম কার্যালয়ে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানিয়েছেন।
জিয়া পরিষদের প্রচার ও প্রকাশনা সম্পাদক বিশ্ববিদ্যালয়ের প্রাণ-রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক মাসুদুল হাসান খান স্বাক্ষরিত ওই বিবৃতিতে বলা হয়, বর্তমান সরকারের আমলে সাংবাদিক নির্যাতন আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। সাগর-রুনি হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও সাংবাদিক নির্যাতনকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানানো হয় এতে।
বিবৃতিতে স্বাক্ষরকারী শিক্ষকদের মধ্যে রয়েছেন- জিয়া পরিষদ রাবি’র সভাপতি ও ইবি’র সাবেক ভিসি প্রফেসর এম রফিকুল ইসলাম, ড. এম ফাইসুল ইসলাম ফারুকী, ড. এম আমিনুল ইসলাম, ড. এম আব্দুর রাজ্জাক, ড. কেএএম শাহাদত হোসেন, ড. মামনুনুল কেরামত, মু. আজহার আলী, ড. আব্দুর রহমান সিদ্দিকী, ড. আফরউজ্জামান খান চৌধুরী, সিএম মোস্তফা, এম নজরুল ইসলাম, ড. শামসুল আলম সরকার ও ড. আমীরুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/এইচএ/২১০০ ঘ.
আরও পড়ুন
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
-
শিক্ষক উৎপলকে হত্যার ‘স্বীকারোক্তি’ জিতুর
-
অগাস্টের পর গুলশান-বনানীর পয়ঃবর্জ্য ড্রেনে নয়: মেয়র
-
বাল্যবিয়ে প্রতিরোধ: সিলভার লায়ন জিতেছে গ্রে
-
ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি
-
নির্ভয়ে পাঠদানের পরিবেশ নিশ্চিত করার আহ্বান ইউনিসেফের
সাম্প্রতিক খবর
-
বিশ্ববিদ্যালয়ে থাকতে এলএসডিতে আসক্তি, পরে ‘মাদক কারবারি’
-
ঈদের দিন ভারি না হলেও বৃষ্টি থাকবে
-
মধ্যরাতের আমিনবাজার: বাস ভাড়া নাগালের বাইরে, ট্রাকের দরেও হিমশিম
-
কোরবানির পশুবাহী গাড়ি কারণ ছাড়া আটকাবেন না: আইজিপি
-
রাষ্ট্রপতির সঙ্গে বেলজিয়ামে নিযুক্ত দূতের সাক্ষাৎ
-
অবৈধ সম্পদ: সম্রাটের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
মতামত
সর্বাধিক পঠিত
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- শাস্তি পেল বাংলাদেশ দল
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- প্রতারকের খপ্পরে পড়ে হজে যাওয়া হচ্ছে না ৩০০ জনের