একুশে পদক পেলেন ১৫ জন

চলতি বছর একুশে পদকের জন্য মনোনীত ১৫ জনের মধ্যে পদক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2012, 11:26 PM
Updated : 19 Feb 2012, 11:26 PM
ঢাকা, ফেব্র“য়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি বছর একুশে পদকের জন্য মনোনীত ১৫ জনের মধ্যে পদক বিতরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে ওসমানী মিলনায়তনে এক অনুষ্ঠানে এই পদক বিতরণ করা হয়। এবার সাতজন মরণোত্তর পদক পেয়েছেন।
এবার শিক্ষাক্ষেত্রে অবদানের জন্য একুশে পদক পেয়েছেন অধ্যাপক এ কে নাজমুল করিম; শিল্পকলায় তারেক মাসুদ ও মোবিনুল আজিম; ভাষা আন্দোলনে অবদানের জন্য মমতাজ বেগম; ভাষা ও সাহিত্যে অধ্যাপক হুমায়ুন আজাদ এবং সাংবাদিকতায় এহতেশাম হায়দার চৌধুরী ও আশফাক মুনীর। এই সাতজনই মরণোত্তর এই পদক পেলেন।
এছাড়া শিক্ষাক্ষেত্রে ড. মনসুরুল আলম খান ও অধ্যাপক অজয় কুমার রায়, শিল্পকলায় অধ্যাপক করুণাময় গোস্বামী, মামুনুর রশীদ ও ড. ইনামুল হক; সমাজ সেবায় শ্রীমৎ শুদ্ধানন্দ মহাথের, সাংবাদিকতায় হাবিবুর রহমান মিলন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক বরেণ চক্রবর্তী চলতি বছরের একুশে পদক পেলেন।
সবাই একটি করে স্বর্ণপদক, এক লাখ টাকা, সম্মাননাপত্র পেয়েছেন।
মর্যাদাপূর্ণ এ পদকের জন্য মনোনীতদের নাম গত ৯ ফেব্র“য়ারি প্রকাশ করে সরকার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/১১২০ ঘ.