কুমিল্লা-নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

কুমিল্লা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় একই স্থানে দুটি সংঘর্ষে মারা গেছে ছয় জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 10:55 PM
Updated : 17 July 2011, 10:55 PM
কুমিল্লা/নাটোর, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লা ও নাটোরে সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছে। নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে চার জনের মৃত্যু হয়েছে। কুমিল্লায় একই স্থানে দুটি সংঘর্ষে মারা গেছে ছয় জন। এসব দুর্ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন।
নাটোরের দুর্ঘটনাটি ঘটে সোমবার ভোর ৫টার দিকে বনপাড়া-হাটিকুমরুল সড়কের নয়াবাজার এলাকায়। এতে চার জন নিহত এবং ২০ জন আহত হয়েছে। হতাহতরা সবাই বাসের যাত্রী।
মহাসড়ক পুলিশের বনপাড়া থানার ওসি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, উত্তরা পরিবহনের একটি বাস কুষ্টিয়া যাচ্ছিলো। নয়াবাজার এলাকায় বিপরীতমুখী আমবোঝাই একটি ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলেই এবং দুই জন হাসপাতালে মারা যায় বলে ওসি জানান। নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা কবলিত বাস ও ট্রাকের চালক পলাতক।
একই স্থানে গত সপ্তাহে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চার জন নিহত হয়।
কুমিল্লার দাউদকান্দিতে দুটি দুর্ঘটনা ঘটে সোমবার ভোরে ও দুপুরে।
মহাসড়ক পুলিশের দাউদকান্দি থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ভজন চন্দ্র দাস জানান, সোমবার ভোর সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বারপাড়ায় ঢাকামুখী একটি প্রাইভেট কারের সঙ্গে চট্টগ্রামগামী কভার্ডভ্যানের সংঘর্ষ হয়।
দুর্ঘটনায় প্রাইভেট কারের চালক উজ্জ্বলসহ চার জন নিহত হয়। নিহত অন্য এক জনের পরিচয় পাওয়া গেছে। তার নাম আল আমিন। বাড়ি গাজীপুরের টঙ্গীতে।
একই স্থানে বেলা সাড়ে ১১টার দিকে চাঁদপুরের মতলবগামী একটি যাত্রীবাহী বাস এবং কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মোশারফ হোসেন (৩০) নামে এক ব্যক্তির মুত্যু হয়েছে। আহত হয়েছে অন্তত ২০ জন।
মহাসড়ক পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আহতদের গৌরিপুর স্বাস্থ্যকমপ্লেক্স এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
ওদিকে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুজ্জামান জানান, সকাল সাড়ে ৯টার দিকে চৌদ্দগ্রাম থানার সামনে হানিফ পরিবহনের একটি বাস ও একটি সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে অজ্ঞাত পরিচয়ের অটোরিকশা চালক (২৫) নিহত হন।
দুর্ঘটনায় আহত হয় অন্তত ২০ বাস যাত্রী। তাদের চৌদ্দগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৩৩১ ঘ.