মৌলভীবাজার, জুলাই ১৭ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় দুই গ্রামবাসীর সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রোববার রাতে এ সংঘর্ষ হয় নোয়াগাঁও ও ইছবপুর গ্রামের মধ্যে।
আহতদের মধ্যে রয়েছেন- নোয়াগাঁও গ্রামের ধোলাই মিয়া (২৮), মঙ্গল মিয়া (৩০), তাজু মিয়া (৩২), মালেকা বেগম (৩০), রেজিয়া বগম (৩০), ইছবপুর গ্রামের ফারুক মিয়া (৪০), সাদেক মিয়া (১৯), আসমা বেগম (২৮), মেরাজ মিয়া (৩০) ও মালেক মিয়া (২৫)।
এরমধ্যে ধোলাই, ফারুক, মঙ্গল, তাজু ও মালেকাকে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
বাকিদের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয় বলে কর্তব্যরত চিকিৎসক বিনেন্দু ভৌমিক জানান।
শ্রীমঙ্গল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইষলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৬টার দিকে নোয়াগাঁও গ্রামের মালেকা বেগম পাশের ইছবপুর গ্রামের ছোয়াব উল্লার বাড়ির নলকূপ থেকে পানি আনার সময় ওই বাড়ির একটি গাছ থেকে তেজপাতা ছেঁড়েন। ওই বাড়ির লোকজন মালেকাকে গালাগাল দিলে তিনি তার বাড়ির লোকজনকে তা জানান।
এর জেরে রাত ৮টার দিকে নোয়াগাঁও ও ইছবপুর গ্রামের অন্তত চারশ' মানুষ লাঠিসোঠা, বল্লম ও কুচা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পরে শ্রীমঙ্গল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ কর্মকর্তা আরো বলেন, এ ঘটনার এখনো কেউ অভিযোগ করেনি। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৬ ঘ.