জিয়ার কবর জিয়ারত করলেন খালেদা

শবেবরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 11:09 AM
Updated : 17 July 2011, 11:09 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শবেবরাত উপলক্ষে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেছেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া।
রোববার রাতে তিনি পরিবারের সদস্যদের নিয়ে জিয়ার কবরে যান এবং পুস্পস্তবক অর্পণ করেন। তিনি সুরা ফাতেহা পাঠ ও তার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
তিনি জিয়ার কবর প্রাঙ্গনে উলামা দল আয়োজিত কোরআন খানি ও দোয়া মাহফিলে শরিক হন।
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান, মহানগর সদস্য সচিব আবদুস সালাম, প্রেস সচিব মারুফ কামাল খান এ সময় উপস্থিত ছিলেন।
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া প্রতিবছর শবেবরাতের রাতে তার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করেন।
এদিকে শবেবরাত উপলক্ষে বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা এতে শরীক হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/কেএমএস/২২০৮ ঘ.