মানিকগঞ্জ, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপহৃত হওয়ার চার দিন পর ঢাকার রামপুরার মৎস্য ব্যবসায়ী আব্দুল হান্নানকে (৩২) মানিকগঞ্জের ঘিওর উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ।
এসময় পাঁচ অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বেগুননার্চি গ্রাম থেকে ঐ ব্যবসায়ীকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, হাবিব (২৬), মতিন (২২), লিটন (২২), বাদল (২৪) ও অরবিন্দু (২২)। এরা সবাই টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বাসিন্দা।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান সাংবাদিকদের জানান, গত ১৩ জুলাই মাছ বিক্রির কথা বলে রাজধানীর রামপুরার পাইকারী বাজার থেকে ব্যবসায়ী আব্দুল হান্নানকে অপহরণ করা হয়। এরপর তাকে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ভররা গ্রামে অপহরণকারী হাবিবের বাড়িতে আটক রেখে মোবাইল ফোনে হান্নানের স্বজনদের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
ওসি জানান, মুক্তিপণ হিসেবে অপহরণকারীদের সাড়ে তিন লাখ টাকা দেয়া হয়। কিন্তু তারা ১৫ লাখ টাকাই দাবি করে আসছিল।
কৌশলে পুলিশ রোববার দুপুরে ঘিওর উপজেলার বেগুননার্চি গ্রামের মহর আলীর বাড়ি থেকে হান্নানকে উদ্ধার করে। এ সময় ওই পাঁচ অপহরণকারীকেও ধরে ফেলে পুলিশ। তবে বাড়ির মালিক মহরকে গ্রেপ্তার করা যায়নি বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০৩৩ ঘ.