বান্দরবান, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাছ লাগিয়ে পরিবেশ রক্ষার জন্য সকলের প্রতি আহ্বান জানানোর মধ্য দিয়ে বান্দরবানে শুরু হয়েছে বৃক্ষ মেলা।
বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের দক্ষিণ চত্বরে রোববার বিকেল ৪টায় বৃক্ষ মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর উশৈসিং।
বান্দরবান বন বিভাগ, কৃষি বিভাগ ও জেলা প্রশাসন যৌথভাবে সপ্তাহব্যাপী এই মেলার আয়োজন করেছে।
জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, পুলিশ সুপার কামরুল আহসান, কৃষি বিভাগের উপ-পরিচালক আবুল কালাম, বান্দরবানের বিভাগীয় বন কর্মকর্তা তৌছিফুল বারী খান।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিং বলেন, গাছ আমাদের পরম বন্ধু। গাছের প্রয়োনীয়তা জীবনের সর্বক্ষেত্রে রয়েছে। গাছ অক্সিজেন দিয়ে আমাদের জীবন রক্ষা করে। গাছের কোনো বিকল্প নেই।
তিনি বলেন, গাছই পারে পরিবেশকে বাঁচিয়ে রাখতে। তাই বেঁচে থাকার প্রয়োজনেই আমাদেরকে গাছ লাগাতে হবে। মনে রাখতে হবে, কেবল গাছ লাগালেই হবে না, এগুলো রক্ষণাবেক্ষণ ও বড় করে তুলে পরিবেশকে রক্ষার দায়িত্বও আমাদের পালন করতে হবে।
তিনি প্রত্যেক মানুষের প্রতি গাছ লাগানোর আহ্বান জানান।
পরে তিনি মেলায় বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চারা বিতরণ করেন।
এর আগে বৃক্ষ মেলা উপলক্ষে বিকেল ৩টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বর হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। স্থানীয় জন প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, বন বিভাগ, কৃষি বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী, স্কাউটস, কাঠ ব্যবসায়ী সমিতি ও বেসরকারি সংস্থার কর্মীরা এতে অংশ নেন।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলায় বিভিন্ন প্রজাতির গাছের চারা প্রদর্শনী ও বিক্রির জন্য খোলা থাকবে। সন্ধ্যায় মেলা প্রাঙ্গনে মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯৪৫ ঘ.