গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে হামলায় গাজীপুরের কাশিমপুরে পাঁচজন আহত হয়েছেন।
রোববার সকালে সুরাবাড়ি এলাকায় এ হামলার এক পর্যায়ে হামলাকারীরা দু'টি ঘরে আগুনও দেয়।
আহতদের মধ্যে রয়েছন স্থানীয় আব্দুল করিম (৬৫), তার স্ত্রী সেতেরা বেগম (৫৫) ও নাতনী নার্গিস আক্তার (৩৮)। তাদের গাজীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম হামলা ও অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন।
আব্দুল করিমের নাতনী জামাই সুমন খন্দকার জানান, কয়েক বছর আগে আব্দুল করিমের বোন সুফিয়া বেগম একখণ্ড জমি বিক্রি করেন আনোয়ার হোসেনের কাছে।
পরে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তি জাল দলিল করে আনোয়ার হোসেনের জমিটি দখল এবং আরেকজনের কাছে বিক্রি করে দেয়।
এই ঘটনার জন্য আব্দুল করিমকে দায়ী করলে তার সঙ্গে আনোয়ার হোসেনের বিরোধ হয়।
সুমন খন্দকার বলেন, "এর জেরে সকালে আনোয়ার হোসেন ২০-২৫ জন সশস্ত্র যুবক নিয়ে আব্দুল করিমকে মারধর করেন। তাকে বাঁচাতে গেলে স্ত্রী, নাতনীসহ পাঁচজন আহত আহত হন।
"এক পর্যায়ে হামলাকারীরা আব্দুল করিমের বসতঘর ও রান্নাঘরে আগুন দেয়।"
আনোয়ার হোসেন এ হামলা জড়িত থাকার কথা অস্বীকার করে বলেন, এক সপ্তাহ আগে তার জমিটি স্থানীয় শওকত আলী ও কয়েকজনের কাছে বিক্রি করেন। তারা ওই জমি দখল করতে গেলে আব্দুল করিমদের সঙ্গে সংঘর্ষ বাধে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৮ ঘ.