রাঙামাটি, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি আদায়ের লক্ষ্যে পাহাড়ি জনগণকে কঠোর আন্দোলনের আহ্বান জানিয়েছেন পার্বত্য সুশীল সমাজের নেতারা।
রোববার রাঙামাটিতে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি রাঙামাটি শাখার উদ্যোগে আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রে এই মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন কমিটির কেন্দ্রীয় আহ্ববায়ক গৌতম দেওয়ান।
কমিটির রাঙামাটি শাখার আহ্বয়ক মংসানু চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সুকুমার দেওয়ান, মিহিরবরণ চাকমা, ভবতোষ দেওয়ান, হরিকিশোর চাকমা, লালনকান্তি চাকমা প্রমুখ।
স্বাগত বক্তব্য দেন কমিটির রাঙামাটি শাখার সদস্য সচিব রকি চাকমা।
সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি না দেওয়াকে ষড়যন্ত্র বলে উল্লেখ করেন বক্তারা।
তারা আদিবাসীদের অস্তিত্ব রক্ষার স্বার্থে এবং সংবিধানে আদিবাসীদের স্বীকৃৃতি আদায়ের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (পিসিজেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টকে (ইউপিডিএফ) ঐক্যবদ্ধভাবে আন্দোলন করার আহ্বান জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৯ ঘ.