গাইবান্ধা, ১৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা সদর উপজেলায় মাকে বাাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় আহত হন তিনজন।
রোববার দুপুরে চাপাদহ গ্রামে এ র্দুটনায় নিহত ফিরোজ মিয়া (২২) গাইবান্ধা সরকারি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র। তিনি ওই গ্রামের রেজাউল করিমের ছেলে।
আহতরা হলেন ফিরোজের মা মর্জিনা বেগম (৪৫), বড় বোন আধো রানী (২৫) ও ছোট বোন সাদা রানী (১৬)। তাদের গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মসিউর রহমান জানান, রেজাউল করিমের পুকুরের উপর দিয়ে পাশের একটি সেচ পাম্পে বৈদ্যুতিক তার টানা হয়। পুকুরের পানিতে ওই তার ডুবে ছিল।
বেলা আড়াইটার দিকে মর্জিনা বেগম পুকুরে গোসল করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে ফিরোজ ও তার দুই বোনও বিদ্যুৎস্পৃষ্ট হন।
এলাকার লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফিরোজের মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/ডিডি/১৮২১ ঘ.