বাগেরহাট, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে রোববার সকালে ছাদ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
সেভেন রিং বিল্ডিংয়ে এ দুর্ঘটনায় নিহত হন মো. আব্দুল কাদের (১৮)। তিনি বন্দরের মাধবী কলোনির গোলাম মোস্তফার ছেলে।
মংলা থানার ওসি নিখিল চন্দ্র মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে বন্দর কর্তৃপক্ষের সেভেন রিং নামের একটি ভবনে পাইপ লাগানোর সময় দোতলা থেকে আব্দুল কাদের নিচে পড়ে যান।
মংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ময়নাতদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মংলা থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১০ ঘ.