উত্তরায় তিন লাখ টাকা ছিনতাই

রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 06:05 AM
Updated : 17 July 2011, 06:05 AM
ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর উত্তরায় একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপকের কাছ থেকে ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উত্তরা মাসকট প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
উত্তরা ৯ নম্বর সেক্টরের একে প্লাজার ব্যবস্থাপক মাহবুবুর রহমান ইসলামী ব্যাংক উত্তরা শাখা থেকে তিন লাখ টাকা উঠিয়ে মোটর সাইকেলে করে কর্মস্থলে পৌঁছামাত্র ছিনতাইয়ের শিকার হন।
কমপক্ষে ৪/৫জন সন্ত্রাসী অস্ত্রের ভয় দেখিয়ে টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে দুটি মোটর সাইকেলে করে পালিয়ে যায় বলে মাহবুব পুলিশকে জানিয়েছেন।
উত্তরা থানার সহকারী উপপরিচালক (এএসআই) উম্মে হানি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় প্রতিষ্ঠানের ব্যবস্থাপক একটি সাধারণ ডায়েরি করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৮০০ ঘ.