গাজীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 July 2011, 06:02 AM
Updated : 17 July 2011, 06:02 AM
গাজীপুর, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত মেহেদী হাসান (২) কালিয়াকৈরের রাখালিয়াচালা এলাকার একটি কারখানা শ্রমিক ইকরামুল হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার দইখাওয়া গ্রামে।
ইকরামুল হোসেন সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে মেহেদী হাসান স্থানীয় আফাজের বাড়ির পাশে একটি গর্তের পাশে খেলা করছিল। বাড়ির লোকজনের অগোচরে সে ওই গর্তে পড়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮০০ ঘ.