ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আবুল বাশার মোল্লাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন বোর্ডের সচিব অধ্যাপক কামরুল হুদা।
রোববার শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা সুবোধ চন্দ্র ঢালী।
চট্টগ্রামের মিরসরাইয়ের দুর্ঘটনায় সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার শোক পালনের দিন কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান আবুল বাশার। শোক কর্মসূচি পালন না করে ফুল, গান ও নৃত্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এ নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হওয়ার পর বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়েন বাশার।
গত সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে ৩৮ জন ছাত্রসহ ৪০ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরএ/১৭৩৮ ঘ.